thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

২০২০ ডিসেম্বর ০৬ ১৬:৩৭:৩২
জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গ্রেফতারকৃতরা হলেন, আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ। তারা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’

আজ রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আবু বকর, নাহিদ, আল আমীন ও ইউসুফ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এর মধ্যে আবু বকর ও নাহিদ ভাস্কর্য ভাঙচুরে সরাসরি জড়িত’

মন্ত্রী বলেন, ‘আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোন ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা।’

এদিকে, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হামলার ওই ঘটনায় বেশ কয়েকজনক আসামি করে মামলা দায়ের করেছেন পৌর সচিব কামাল উদ্দিন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর