thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দেশে ফিরেছেন ডোমিঙ্গো,আসন্ন সিরিজে অনিশ্চিত ভেট্টরি

২০২০ ডিসেম্বর ১২ ১৬:২৭:৫২
দেশে ফিরেছেন ডোমিঙ্গো,আসন্ন সিরিজে অনিশ্চিত ভেট্টরি

দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফ। বঙ্গবন্ধু টি-২০ কাপে শিষ্যদের খেলা দেখতে তাদের মধ্যে শুধু এসেছিলেন রাসেল ডোমিঙ্গো।

গত মাসের শেষ সপ্তাহে ঢাকা এসে দেখেছেন ক্রিকেটাদের পারফরমেন্স। তবে টুর্নামেন্টের আকর্ষনীয় পর্ব নক আউটের আগেই শুক্রবার দক্ষিন আফ্রিকা ফিরে গেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।বড় দিনের ছুটি কাটাতেই পরিবারের কাছে ফিরেছেন ডমিঙ্গো।

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন তিনি। একই সঙ্গে বোলিং কোচ ওটিস গিবসন,ফিল্ডিং কোচ রায়ান কুকও যোগ দিবেন জানুয়ারিতে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে। এমনটাই জানা গেছে বিসিবি সূত্র থেকে।

শ্রীলংকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন যখন চলেছে জোরে-শোরে,তখনও আসেননি স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। শ্রীলংকা সফর হলে নিউজিল্যান্ড থেকে সোজা সেখানে যাবেন,সিরিজ বাতিল হলে যোগ দিবেন না অনুশীলন ক্যাম্পে-জানিয়েছিলেন তা বিসিবিকে।

তবে দৈনিক সম্মানীর ভিত্তিতে চুক্তিবদ্ধ এই কিউই লিজেন্ডারিকে আগামী মাসে অনুশীলন ক্যাম্পে আদৌ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান-' তাকে এই সিরিজে না পাওয়ার সম্ভাবনাই বেশি।' আগামী মার্চ মাসে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর করার কথা। তখন অবশ্য ভেট্টরিকে পাবে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন আকরাম খান-' আগামি মার্চে নিউজিল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে দিবেন।'

(দ্য রিপোর্ট/আরজেড/১২ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর