thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

থানা হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না : আইজিপি

২০২০ ডিসেম্বর ১৫ ১৫:৩৫:৫৩
থানা হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না : আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানা হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না। থানা জনগণের নিরাপদ আশ্রয় স্থান। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনো জায়গা হবে না।

আইজিপি বলেন, সমাজে কোনো অপরাধ হলে মানুষ আইনের দ্বারস্ত হয়। আর সেজন্য প্রথমেই বেছে নিতে হয় থানাকে। থানায় এসে অভিযোগ করেন। কিন্তু সেখানেই যদি মানুষকে হত্যার পরিকল্পনা করা হয় তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, এই ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যত উচ্চপদস্থ কর্মকর্তা হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, উন্নত বিশ্বের আদলে পুলিশের জন্য এই বেল্ট সরবরাহ করা হচ্ছে। দায়িত্বকালীন কোনো পুলিশ সদস্য ছোট ছোট আগ্নেয়াস্ত্র থেকে তার নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী এখানে রাখতে পারবেন। স্বাচ্ছন্দে তার দায়িত্ব পালন করতে পারবে। এই বেল্ট প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সরবরাহ করা হবে। ক্রমান্বয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে দেয়া হবে।

উল্লেখ‌্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। পরে আদালতের আদেশে এ মামলার তদন্ত করে র‌্যাব। দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জশিট জমা দেয়া হয়। সেখানে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর