thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

টি-টোয়েন্টির আলাদা স্কোয়াড চায় বিসিবি

২০২০ ডিসেম্বর ১৭ ১৫:২০:৩১
টি-টোয়েন্টির আলাদা স্কোয়াড চায় বিসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে জাতীয় দলের জন্য একটা আলাদা টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করতে চায় বোর্ড। পারফরমেন্সের ভিত্তিতে যেখানে প্রধান্য দেয়ার পরিকল্পনা তরুণদের। জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অটোমেটিক চয়েসের দিন ফুরালো বলে জাতীয় দলের। প্রেসিডেন্টস কাপ কিংবা চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তরুণদের পারফরমেন্স, দিচ্ছে সেই ইঙ্গিতই। অভিজ্ঞদের ছাপিয়ে ব্যাটে কিংবা বলে নবীনদের জয়গান।

আইসিসির এফটিপির ব্যস্ততায় অধিকাংশ দেশেরই তিন ফরম্যাটেই আছে আলাদা স্কোয়াড। টি-টোয়েন্টির ধূমধাড়াক্কা ক্রিকেটে এবার তেমনটা দেখা যেতে পারে টাইগার স্কোয়াডে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠনে এখনই কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'এটা নিয়ে পরিকল্পনা আছে আমাদের। চলতি টুর্নামেন্টে যারা ভালো করছে তাদের নজরে রাখছি। ভালো খেলোয়াড় বাছাই করব আমরা। আগে বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দেশের খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারত না। এবার সেটা হয়নি।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'পরিবর্তন দরকার। কিন্তু খেয়াল রাখতে হবে সঠিক খেলোয়াড় বাছাই করার সময়। সামনে আমাদের অনেক ক্রিকেট আছে। আশা করছি দু-এক বছরের মধ্যে নতুন একটা দল করতে পারব আমরা।'

এই প্রথম কর্পোরেট ক্রিকেটের আদলে শুধু দেশীয়দের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ করেছে বাজিমাত। তাই তো আগামী বছর থেকে বিপিএল আয়োজিত হলেও দেশি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিবছরই অন্তত ১টি টুর্নামেন্ট করতে চায় বিসিবি।

শুধু জাতীয় দলই নয়। এইচপি ও বাংলাদেশ 'এ' দলের কার্যক্রম আরো বেগবান করার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর