thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

২০২০ ডিসেম্বর ২২ ১০:১৯:৩৫
একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বে কয়েকদিনের তুলনায় গত একদিনে শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। এই সময়ে নতুন করে ৫ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। করোনায় প্রাণহানি ১৭ লাখ পার হয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৭ লাখ ৮ হাজার। শনাক্ত সাত কোটি ৭৭ লাখের বেশি।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮ হাজার ৮৩৭ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৯৪৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৫ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ১৪৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ৭৭ হাজার ৭২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩৫১ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৭৯ হাজার ১৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬০ হাজার ৯০০ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২ হাজার ১৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩১২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর