thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আইনজীবীদের বিক্ষোভের মুখে ছুটিতে বিচারক আসাদুজ্জামান নূর

২০২০ ডিসেম্বর ২৩ ১৫:৪৯:১৫
আইনজীবীদের বিক্ষোভের মুখে ছুটিতে বিচারক আসাদুজ্জামান নূর

দ্য রিপোর্ট প্রতিবেদক: আইনজীবীদের বিক্ষোভের মুখে দুই দিনের ছুটিতে পাঠানো হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরকে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এক আইনজীবীকে আসামির লক-আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে। এ সময় আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা লাগিয়ে দেয় একদল আইনজীবী।

এর পর আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ থাকে। পরে আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠানো হয় ।

এর আগে, মঙ্গলবার লক আপে আটকে রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ ভুঞা।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন বলে জানান। কিন্তু ১১টার দিকেও বিচারক না ওঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চাওয়ার জের ধরেই এ ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর