thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘আক্রমণের আশঙ্কায় খালেদার নিরাপত্তা জোরদার’

২০১৩ নভেম্বর ১০ ২১:৫৭:০৭
‘আক্রমণের আশঙ্কায় খালেদার নিরাপত্তা জোরদার’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অনৈতিক হরতালে মানুষ হত্যা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর আক্রমণ হওয়ার আশঙ্কায় তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এজন্য তার সঙ্গে এসএসএফ ও অন্য বাহিনী থাকে। আমরা খবর পেয়েছি, অনৈতিক হরতালের মাধ্যমে ১৮ জন ব্যক্তি হত্যা করার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি (খালেদা জিয়া)। সেজন্য বিক্ষুব্ধ জনতা তার ওপর আক্রমণ চালাতে পারে। সেজন্যই তার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছি।

সংসদ চলাকালে দুজন সংসদ সদস্যকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সংসদ সদস্য বলে তারা আইনের ঊর্ধ্বে নন। বিষয়টি স্পিকারকে জানানো হয়েছে।

সংলাপের আমন্ত্রণ বহাল আছে জানিয়ে মহীউদ্দীন খান বলেন, শুধু সংলাপের সম্ভাবনা আছে বলেই যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদের আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। বিএনপির পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার সংলাপকে বাধাগ্রস্ত করবে না বলেও উল্লেখ করেন তিনি।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর