thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

করোনাকালে আমিরাতে তিন হাজার মানুষের ইসলাম গ্রহণ

২০২০ ডিসেম্বর ২৪ ০৯:২৫:১৬
করোনাকালে আমিরাতে তিন হাজার মানুষের ইসলাম গ্রহণ

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাকালে ইসলাম ধর্ম নিয়ে আগ্রহ বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে বাস করা অমুসলিমদের মধ্যে। দেশটিতে করোনা মহামারি চলাকালীন সময়ে তিন হাজারেরও বেশি অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খবর খালিজ টাইমস।

দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে তিন হাজার ১৮৪ জন অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছেন। নওমুসলিম হওয়া এসব ব্যাক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সেবা প্রদান করছে এই ধর্মীয় সংস্থাটি।

করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয় বলে সংস্থাটি আরও জানায়। ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর