thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কারাবন্দিদের বিষয়ে আইজি প্রিজনসকে হাই কোর্টের ৮ নির্দেশনা

২০২০ ডিসেম্বর ২৭ ২১:৪২:৩৮
কারাবন্দিদের বিষয়ে আইজি প্রিজনসকে হাই কোর্টের ৮ নির্দেশনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশের জেলখানায় কারাবন্দিদের বিষয়ে আইজি প্রিজনসকে আট দফা নির্দেশনা দিয়েছেন হাই কোর্ট। এই নির্দেশনা দেশের সব কারাগারের জেলার ডেপুটি জেলারের জন্যও কার্যকর হবে। রোববার (২৭ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এক রায়ে এ নির্দেশনা দেন।

হাই কোর্ট বলেছেন, দেশের সব কারাগারের অভ্যন্তরে মাদকদ্রব্য সরবরাহ বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে বন্দীদের সাথে সাক্ষাৎপ্রত্যাশীদেরও কঠোরভাবে তল্লাশির নির্দেশ দেন আদালত।

যদি কোনো সাক্ষাৎপ্রত্যাশীর কাছে মাদকদ্রব্য পাওয়া যায়, তার বিরুদ্ধে জেল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে। এছাড়া, কারাবন্দিদের মামলা, কারাগারে আসা এবং মুক্ত হওয়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করতেও নির্দেশ দেন হাই কোর্ট।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর