thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

আয়শা খানমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

২০২১ জানুয়ারি ০২ ১৬:২৯:৪১
আয়শা খানমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘দেশে নারীর ক্ষমতায়নে আয়েশা খানম অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। নারী অধিকার প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, ‘এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।’

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসা আয়শা খানম শনিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।

নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়েশা খানমের জন্ম। তাঁর বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর