thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে বউ-শ্যালিকাকে কুপিয়ে হত্যা

২০২১ জানুয়ারি ০৯ ১৫:৪৬:০০
রাজধানীতে বউ-শ্যালিকাকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পূর্ব নাখালপাড়ায় একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন ইয়াসমিন আক্তার ও তার ছোট বোন শিমু। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ইয়াসমিনের স্বামীকে আটক করেছে পুলিশ। ইয়াসমিনের স্বামী তাদের কুপিয়ে হত্যা করেছে বলে অনেকে ধারণা করছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বলেন, বেলা আড়াইটার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে আমাদের ফোর্স পূর্ব নাখালপাড়ার ওই বাড়িতে যায়। পরে বাড়িটি থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যাবে।

কেন তাদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর