thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

বঙ্গবন্ধু শেখ মুজিব ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম

২০২১ জানুয়ারি ১০ ১০:১০:২০
বঙ্গবন্ধু শেখ মুজিব ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের প্রথম আসরে চ্যাম্পিয়ন মরকোর হিশাম, হাফ ম্যারাথনে সেরা কেনিয়ান অ্যাথলেট অ্যাডওয়ার্ড কিপ্টো।

হাফ-ম্যারাথনে নারীদের মধ্যে সেরা কেনিয়ার নোয়াম জেবিত। ফুল এবং হাফ এই দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল হয়ে প্রতিযোগিতায় অংশ নেন ম্যারাথন রানাররা।

গেল সপ্তাহে ঢাকায় পৌঁছান বিদেশি প্রতিযোগিরা। ঢাকার ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন,বেলারুশ, ইউক্রেন, মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ বিদেশি দৌড়বিদ অংশ নিচ্ছেন।

ফুল ম্যারাথনে বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ১৫ হাজার ডলার প্রাইজ মানি এবং রানার্সআপ পাবেন ১০ হাজার ডলার। দেশি-বিদেশি মিলে ফুল ও হাফ ম্যারাথনে ১০০ জন করে মোট ২০০ জন অংশ নিচ্ছেন ঢাকার এই প্রতিযোগিতায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর