thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

২০২১ জানুয়ারি ১০ ১৫:৫৭:৫১
ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এই সফরে ক্যারিবীয়রা টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। রোববার সকালে সাড়ে ১০টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থেকে উইন্ডিজ দল সরাসরি চলে যায় টিম হোটেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উইন্ডিজ দলের পৌঁছানোর কথা নিশ্চিত করেছে।

ঢাকায় পৌঁছালেও তাদের তিনদিন থাকতে হবে হোটেলবন্দি। এরপর চারদিন নিজেরা নিজেরা অনুশীলন করতে পারবেন। সাতদিন পর করোনা নেগেটিভ হলে তারপর টাইগারদের সঙ্গে মিশতে পারবে । সহায়তা নিতে পারবে বিসিবির সাপোর্টস্টাফদের।

২০ জানুয়ারি মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি খেলে তারা যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট হবে সেখানে। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল। এর আগে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ওয়ানডে দল: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আম্ব্রিস (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকক্যার্থি, কেওর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর