thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সূচকের বড় উত্থান, ৩ বছরে সর্বোচ্চ 

২০২১ জানুয়ারি ১২ ১৫:১৩:৩১
সূচকের বড় উত্থান, ৩ বছরে সর্বোচ্চ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) মূল্যসুচকের বড় উত্থান দেখা গেছে। এদিন লেনদেনের পরিমানও বেড়েছে ।পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন,ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬১ পয়েন্টে। যা গত ৩ বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল সূচকটির অবস্থান ছিলো ৫হাজার ৮৭৯ পয়েন্ট। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে২ হাজার ১৯৪ পয়েন্ট এবং১ হাজার ৩২২ পয়েন্টে ।

ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার । আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬২ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির শেয়ার দর।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৪ পয়েন্ট বেড়েঅবস্থান করছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার

দ্য রিপোর্ট/এএস/১২ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর