thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

বাংলাদেশে এসে করোনা উইন্ডিজ স্পিনারের

২০২১ জানুয়ারি ১৫ ১০:৫৭:৪০
বাংলাদেশে এসে করোনা উইন্ডিজ স্পিনারের

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ সফরের দুই দিন আগে ডানহাতি বোলার রোমারিও শেফার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটারের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত করা হয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে, করোনা ধরা পড়েছে তাদের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের।

করোনায় আক্রান্ত হওয়ায় সেল্ফ আইসোলেশনে থাকতে হবে ওয়ালশকে। পিসিআর টেস্টে দুইবার নেগেটিভ ফল না আসা পর্যন্ত দলে ফিরতে পারবেন না তিনি। স্বাভাবিকভাবে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজ থেকে বাদ পড়েছেন এই স্পিনার।

ওয়ালশের শরীরে কোনও ধরনের উপসর্গ দেখা যায়নি। বাংলাদেশে আসার পর প্রথম পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল। তবে গত বুধবার ঢাকায় করা পিসিআর টেস্টে পজিটিভ আসে। তা ফের যাচাই করলেও একই ফল আসে বৃহস্পতিবার।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের হয়ে ১০ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা ওয়ালশ এই সফরের সিনিয়র স্পিনার ছিলেন। নবাগত আকিল হাসানের সঙ্গে ওয়ানডে সিরিজে স্পিন বোলিংয়ে জুটি বাঁধার কথা ছিল তার।

ঢাকায় র্পৌঁছার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে আইসোলেশনে থাকায় ওয়ালশের সংস্পর্শে কেউ যাননি।

বাংলাদেশ সফরের আগে ও পরে মিলে ১১ দিনে চারবার করোনা পরীক্ষা করিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দলের অন্যদের প্রত্যেকের পরীক্ষার ফল দুইবারই নেগেটিভ এসেছে। তাই সূচি অনুযায়ী তিন ওয়ানডে ও দুটি টেস্ট হবে। শুক্রবার থেকে উইন্ডিজের আলাদা দুটি দল অনুশীলন শুরু করবে। ১৮ জানুয়ারি বিকেএসপিতে যাবে ওয়ানডে দল, খেলবে প্রস্তুতি ম্যাচ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর