thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নির্বাচনি প্রচারণায় যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাহত

২০২১ জানুয়ারি ২৪ ১৮:২৫:৫২
নির্বাচনি প্রচারণায় যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগীর পাঁচলাইশ থানা এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যুবলীগের দুইপক্ষের কথা মধ্যে কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের আয়োজনে মিছিলে দুইপক্ষের মধ্যে তর্কাতার্কির এক পর্যায়ে আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় চলে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর