thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

জাতীয় দলের নির্বাচক হলেন রাজ্জাক

২০২১ জানুয়ারি ২৮ ০৮:৫১:৫৬
জাতীয় দলের নির্বাচক হলেন রাজ্জাক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যোগ হলেন আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার বিসিবির অনলাইন সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

রাজ্জাক বলেন, ‘বোর্ডকে ধন্যবাদ, নির্বাচক হিসেবে আমাকে মনোনীত করার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো নির্বাচক হিসেবে কাজ করতে। নান্নু ভাই, সুমন ভাইয়ের মত অভিজ্ঞরা রয়েছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, এটা আমার অনেক বড় সৌভাগ্য। সবার কাছে দোয়া চাই, যেন দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি।

প্রসঙ্গত, ২০০৬ সালে টেস্ট অভিষেক হওয়া আব্দুর রাজ্জাক সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লম্বা এই ক্যারিয়ারে মাত্র ১৩টি টেস্টে নিয়েছেন ২৮টি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের শুরু ২০০৪ সালে। এ পর্যন্ত ১৫৩ ম্যাচে উইকেট নিয়েছেন ২০৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে নিয়েছেন ৪৪টি উইকেট।

সমৃদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে আব্দুর রাজ্জাকের উইকেট সংখ্যা ৬৩৪টি। সবশেষ ম্যাচ খেলেছেন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে।'

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর