thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮,  ১২ জিলকদ  ১৪৪২

ঈমানের সৌন্দর্য বৃদ্ধির দোয়া

২০২১ জানুয়ারি ২৯ ১০:৪৯:৫৭
ঈমানের সৌন্দর্য বৃদ্ধির দোয়া

দ্য রিপোর্ট ডেস্ক: ঈমান অনেক বড় সম্পদ। কিন্তু বর্তমান এই ফেতনা ফ্যাসাদের যামানায় এই ঈমান ঠিক রাখা অনেক বেশি কঠিন। প্রতিনিয়ত গুনাহের সাগরে হাবুডুবু খেতে হচ্ছে। গুনাহ থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হল নিজের ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করা।

ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রয়োজন ছোট্ট একটি দোয়া পাঠ। দোয়াটি হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা জাইয়্যিনা বিজিনাতিল ঈমানি ওয়াজআলনা হুদাতাম মাহদিয়্যিন।

অর্থ : হে আল্লাহ, আমাদের ঈমানের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করুন আর হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াত প্রদর্শনকারী করুন।

উপকার : আম্মার ইবনে ইয়াসির (রা.) নামাজে অন্যান্য দোয়ার সঙ্গে এই দোয়াটি পড়তেন। তিনি বলেন, তিনি রাসুল (সা.)-কে এই দোয়া পড়তে শুনেছেন। (মিশকাত শরীফ, হাদিস : ২৪৯৭)

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর