thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

৩য় ধাপে পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০.৪২ শতাংশ

২০২১ জানুয়ারি ৩১ ১৫:২২:২৬
৩য় ধাপে পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০.৪২ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: তৃতীয় ধাপের পৌরনির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

আজ রোববার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের তিনি এই তথ্য জানান।

আসাদুজ্জামান জানান, গতকাল ৬৩ পৌরসভায় ভোট হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। তৃতীয় ধাপে সব পৌরসভায় ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে। এসব পৌরসভায় মোট ভোটার ছিলেন ১৯ লাখ ৮ হাজার ৬১৫ জন।

যুগ্মসচিব আরও জানান, ৬৩ পৌরসভায় ২২৯ জন মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

এই ধাপে সব চেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজার পৌরসভায়। ৪১ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে। সেখানে ভোট পড়েছে ৯২ দশমিক ১৪ শতাংশ।

উল্লেখ্য, করোনার মধ্যে এবার ৫ ধাপে পৌরসভা নির্বাচন করছে ইসি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয়। আর তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। ওইসময় ২০টি দল ভোটে অংশগ্রহণ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর