thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

শুরুতেই ফিরলেন তামিম

২০২১ ফেব্রুয়ারি ০৩ ১১:০৭:৩২
শুরুতেই ফিরলেন তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কিছুক্ষণ পরেই সাজঘরে ফিরতে হয়েছে তামিম ইকবালকে। এদিন ৯ রান করে মুশফিকুর রহিমকে টপকে যান তিনি।

টেস্টে মুশফিকের রান ৪ হাজার ৪১৩। বেশি দূরে যেতে না পারা তামিমের ৪ হাজার ৪১৪।

মুশফিক এখনো ব্যাটিংয়ে নামেননি। তাই তার সামনে সুযোগ আছে ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার।

১৫ বলে ২ চারে ৯ রান করা তামিম ফেরেন পঞ্চম ওভারে। কেমার রোচের দেখার মতো এক ডেলিভারিতে ডিফেন্স করতে যান। বল কানায় লেগে বোল্ড হন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার রোচের বলে বোল্ড হলেন তামিম।

এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান বাংলাদেশের।

সকালে টস জিতে এক পেসার ও চার স্পিনার নিয়ে দল সাজায় মুমিনুল। সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ফেব্রুয়ারির পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরাটা স্মরণীয় করেছে টাইগাররা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজে অনেক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও, টেস্টে উইন্ডিজ দলে রয়েছেন বেশ ক’জন অভিজ্ঞ খেলোয়াড়।

অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় এবারো আশাবাদী বাংলাদেশ শিবির।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর