thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সম্পর্ক বিচ্ছেদের এক সপ্তাহ পর বোয়াটেংয়ের বান্ধবীর লাশ উদ্ধার

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৮:২২:৫৬
সম্পর্ক বিচ্ছেদের এক সপ্তাহ পর বোয়াটেংয়ের বান্ধবীর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক: দুজনের মধ্যকার সম্পর্ক বিচ্ছেদের এক সপ্তাহ পর পাওয়া গেল বায়ার্ন মিউনিখ তারকা ফুটবলার জেরোম বোয়েটেংয়ের বান্ধবী ক্যাসিয়া লেনহার্টের লাশ। মঙ্গলবার রাতে বার্লিনে বোয়াটেংয়ের সাবেক প্রেমিকা ও পোলিশ বংশোদ্ভূত এই মডেল তারকাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইউরোপের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির 'নেক্সট টপ মডেল' প্রতিযোগিতায় অংশ নেওয়া লেনহার্ট আত্মহত্যা করেছেন। যদিও অন্য কয়েকটি সংবাদমাধ্যমে সরাসরি আত্মহত্যার কথা বলা না হলেও পুলিশ সন্দেহজনক কিছু দেখছে না বলে জানিয়েছে।

৩২ বছর বয়সী বোয়াটেং ১৫ মাস চুটিয়ে প্রেম করেছেন লেনহার্টের সঙ্গে। ২ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে সম্পর্কের সমাপ্তি টানার কথা জানান জার্মানির হয়ে ৭৬ ম্যাচ খেলা এ ডিফেন্ডার।

উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে হয়তো বোয়াটেংকেও মাঠে রাখার পরিকল্পনা করছেন কোচ। কিন্তু বান্ধবীর মৃত্যুর খবর শুনে অনেকটা ভেঙে পড়েছেন জার্মান তারকা। আর বায়ার্ন শিবির ছেড়ে দ্রুতই ছুটেছেন বান্ধবীর বাসায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর