thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বোনারকে ফেরালেন মিরাজ

২০২১ ফেব্রুয়ারি ১২ ১১:৫৫:৪৮
বোনারকে ফেরালেন মিরাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দ্বিতীয় দিনের ১২তম ওভারে এসে উইকেট লাভ করে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাট করতে নামেন জশুয়া ডা সিলভা ও বোনার।

ইনিংসের ১০২তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকা এনক্রুমাহ বোনারকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দেয়ার আগে ২০৯ বলে ৯০ রান করে বিদায় নেন ডান হাতি এই ব্যাটসম্যান।

১০২ ওভার পর ৬ উইকেট হারিয়ে উইন্ডিজদের মোট সংগ্রহ ২৬৬ রান।

৭৯ বলে ৪৫ রান করেছেন জসুয়া ডা সিলভা। তার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন আলজারি জোসেফ।

প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৬৬ রানে ব্যাক্তিগত ৩৬ রান করা ক্যাম্পবেল ফেরেন তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে। তবে দিন শেষে ৫ উইকেট নিয়ে ক্যারিবীয়দের কোণঠাসা করার চেষ্টা করে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর