thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১০:২২:১০
যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার জন্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনস (সিডিসি) বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকাগুলোর মধ্যে রয়েছে- সার্বজনীন মাস্ক পরা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব বজায় রাখা।

সিডিসির পরিচালক ড. রোচেল ওয়ালেনস্কি সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর মাস্ক না পরার কারণে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। তাই এবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

যদিও গাইডলাইন্সে বলা হয়েছে, টিকা গ্রহণকারী শিক্ষকরা এই নির্দেশিকা না মানলেও চলবে। ওয়ালেনস্কি বলেন, মাস্ক পরা এটি সুরক্ষার অতিরিক্ত স্তর।

এর আগে, গত ২০ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিজ্ঞা করেছিলেন যে বেশিরভার স্কুলগুলো ক্ষমতা গ্রহনের ১০০ দিনের মধ্যে খুলে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর