thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

করোনার টিকা নিয়ে সংশয় কাটছে, বাড়ছে ভিড়

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১২:২৫:১৩
করোনার টিকা নিয়ে সংশয় কাটছে, বাড়ছে ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিন দিন করোনার টিকা নিয়ে সংশয় কাটছে মানুষের। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে টিকা নেওয়া মানুষের সংখ্যা।

আজ শনিবার সকাল থেকে সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে ভিড় করছেন গ্রহীতারা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরাও বলছেন, টিকা নিতে প্রথমদিকে মানুষের সংখ্যা কম ছিল, এখন দিন দিন সেই সংখ্যা বাড়ছে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর পছন্দসই হাসপাতালে টিকা নিচ্ছেন।

প্রতিদিন আড়াই থেকে ৩ লাখ মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হচ্ছেন। আজ শনিবার সকাল পর্যন্তনিবন্ধনকারীর সংখ্যা ১৪ লাখ ৩৪ হাজার ৮১৩ জন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ৫০টি হাসপাতলে একযোগে চলছে টিকা প্রদান কার্যক্রম। এ পর্যন্ত সারাদেশে ৬ লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সকাল থেকে শুরু হয়ে টিকা দান কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত। এদিকে স্পট রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও এখনো কেউ কেউ কেন্দ্রে ভিড় করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর