thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১০:৪৬:৩৯
ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা টেস্টে রবিবার শুরু হয়েছে ম্যাচের চতুর্থ দিনের খেলা। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। গতকালই তিনটি উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালের সেশনে ইতোমধ্যে দুইটি উইকেট শিকার করেছে বাংলাদেশ। দুইটি উইকেটই নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান। প্রথম ইনিংস শেষে তারা ১১৩ রানের লিডে ছিল।

গতকাল দিন শেষে অপরাজিত থাকা ব্যাটসম্যান জোমেল ওয়ারিকানকে বেশিদূর এগোতে দেননি রাহি। দিনের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ওয়ারিকানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ২ রান করে ফিরেছেন এই ব্যাটসম্যান।

দলীয় ৬২ রানে কাইল মায়ার্সও রাহির বলে এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নিয়েও তিনি রক্ষা পাননি। চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান করেছেন ৬ রান।

গত বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে তারা ৪০৯ রান করে অলআউট হয়। পরে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রান করে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর