thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ক্রিকেটার নাসিরের জীবনের নতুন ইনিংস শুরু

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১১:২৭:৩৫
ক্রিকেটার নাসিরের জীবনের নতুন ইনিংস শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন আলোচিত-সমালোচিত জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।

বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে তিনি বিয়ের আকদ সম্পন্ন করেছেন।

একাধিক বিশস্ত সূত্র জানায়, নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি, যিনি সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন।

এক ঘনিষ্ট সূত্র জানায়, আগে থেকেই তাম্মির সঙ্গে নাসিরের বিয়ে পাকাপাকি ছিল। কিন্তু তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। তবে মহামারি কারণে স্বল্প পরিসরে আকদ সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠান করা হবে। আর ২০ ফেব্রুয়ারি আয়োজন হবে নাসিরের বিবাহোত্তর সংবর্ধনা।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দেন নাসির। সেই পোস্ট ১০ মিনিটের মধ্যে মুছে ফেলেন। শেষ পর্যন্ত সেই তরুণীকে বিয়ে করলেন নাসির।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর