thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৩:২৩:১৬
করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে ৮ম দিন চলছে করোনা টিকাদান কর্মসূচি। আজ করোনার টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশপ্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিসিবি সভাপতি।

সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টিকা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু জনগণ সব গুজব উপেক্ষা করে টিকা নিচ্ছেন।

এদিকে কুর্মিটোলা হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে করোনার টিকা নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ১০ হাজার মানুষ। আর টিকা গ্রহণ করেছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর