thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ

২০২১ ফেব্রুয়ারি ১৫ ২১:৪৭:১৫
চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় গড় ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। রবিবার চতুর্থ ধাপে ৫৫ টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, চতুর্থ ধাপে মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল। কিন্তু ভোট দিয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন। অর্থাৎ এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

চতুর্থ ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায়, ৯২ দশমিক ৬০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায়, ৪৬ দশমিক ০৭ শতাংশ।

এ ধাপের নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

পৌরসভা নির্বাচনে প্রথম দফায় ২৩ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ইভিএম ও ব্যালটে ভোট পড়েছে ৬১.৯২ শতাংশ। তৃতীয় ধাপে ব্যালটে ৬২ পৌরসভায় ভোট পড়েছে ৭০ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর