thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে বার্সা-পিএসজি, লিভারপুল-লাইপজিগ

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১০:৫৩:৩৭
চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে বার্সা-পিএসজি, লিভারপুল-লাইপজিগ

দ্য রিপোর্ট ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো। ক্যাম্প ন্যুতে বিগ ম্যাচে হোস্ট বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।

ম্যাচটা শুরু হবে রাত দুইটায়। একই টাইমে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-পিএসজি ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। শেষ তিন দেখায় প্যারিস সেন্ট জার্মেইনকে ইউসিএল থেকে বিদায় করেছে বার্সা। হোম ভেন্যুতে বিগ ম্যাচের আগে ইনজুরি নিয়ে বেশ ভোগান্তিতে আছে কোম্যানের দল। কুতিনিও, আরাওহো, পিকে, ব্রাথওয়েট, ফাতিসহ বেশ কয়েকজন খেলতে পারবেন না।

ইনজুরি সমস্যায় জর্জরিত পিএসজিও। এই ম্যাচেই সাবেক ক্লাব বার্সার বিপক্ষে খেলার কথা ছিল নেইমারের। কিন্তু ইনজুরির কারণে তা সম্ভব হচ্ছে না। মেসির জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া ভুগছেন উরুর ব্যথায়। খেলতে পারবেন না লেফটব্যাক বার্নাট আর রাইটব্যাক ডাগবাও।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর