thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না: সেনাপ্রধান

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১০:৫৬:১৯
সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না: সেনাপ্রধান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনীর সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলন করে আমার পরিবারের বিরুদ্ধে করা অভিযোগের সুস্পষ্ট ব্যাখা দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে কাটপিস ছবি ও ভিডিও নিয়ে আল জাজিরার প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের দেশের সংবাদিকরা তাদের লেখালেখির মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেন, আমার দ্বারা রাষ্ট্র ও সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে না।

উল্লেখ্য, যখন আল জাজিরার প্রতিবেদনটি প্রকাশ হয়েছিলো তখন সেনাপ্রধান দেশে ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গত ১৩ ফেব্রুয়ারি তিনি দেশ ফেরেন। দেশ ফিরে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর