thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মাশরাফিকে নিয়ে এনসিএলে খুলনার ৩৩ জনের দল

২০২১ ফেব্রুয়ারি ১৭ ০৯:২১:২৯
মাশরাফিকে নিয়ে এনসিএলে খুলনার ৩৩ জনের দল

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মার্চে ঘরোয়া ক্রিকেট ফিরতে যাচ্ছে। সাত বিভাগীয় দল ও ঢাকা মেট্রোকে নিয়ে অনুষ্ঠিত হবে এ লড়াই। দলগুলোকে এরই মধ্যে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। বিভাগীয় দলগুলো বোর্ডের কাছে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে। খুলনা বিভাগীয় দলে নেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বড় দৈর্ঘ্যর প্রতিযোগিতায় মাশরাফি খেলতে চান কি না কিংবা আদৌ ফিটনেস পরীক্ষা দিবেন কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ ২০১৭-২০১৮ মৌসুমে জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন মাশরাফি।

মাশরাফির সঙ্গে ৩৩ জনের তালিকাতে রয়েছে সাকিব আল হাসানের নামও। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্ত্তজা রশিদী দারা জানান, মাশরাফি এখনও আনুষ্ঠানিকভাবে খেলা থেকে অবসরে যাননি। তিনি খেলতে চাইলে আমাদের সুযোগ দিতে হবে। আর খেলতে না চাইলে সম্মানার্থে তার নামটা রাখতে হয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর