thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

টিকা নিলেন তামিম-সৌম্যরা

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১৫:০৭:১৯
টিকা নিলেন তামিম-সৌম্যরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিউজিল্যান্ড সফরের আগেই আজ (বৃহস্পতিবার) থেকে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। যেখানে সবার প্রথমে ভ্যাকসিন নিয়েছেন সৌম্য সরকার। তারপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভ্যাকসিন নিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে, আজ ও শনিবার শুধুই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। দুই দিনে মোট ৩৬ ক্রিকেটারকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

আজকে টিকা গ্রহণ করছেন মোট ২৮ ক্রিকেটার। এরমধ্যে আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈমসহ আরো অনেকে। বাকিরা আগামী পরশু নিবেন। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সসমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর