thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

২০২১ ফেব্রুয়ারি ২০ ২০:৪৫:২০
মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবাবিষয়ক সংস্থার বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে টানা গণবিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। বড় বড় শহরের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলেও। এরই অংশ হিসেবে আজ মান্দালয়ে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

খবরে বলা হয়, মান্দালয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ অভ্যুত্থানবিরোধীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং সরাসরি গুলিবর্ষণ করে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ভয়েস অব মিয়ানমারের সহযোগী সম্পাদক লিন খাইং ও মান্দালয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বলেছেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন।

অন্য আরেকজন বুকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনিও মারা যান বলে জানিয়েছে শহরটির স্বেচ্ছাসেবী একজন চিকিৎসক। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের মন্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি সরকারকে সেনাবাহিনী উৎখাতের পর থেকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির সেনাবাহিনী নির্বাচনের মাধ্যমে বিজয়ীর হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও তা নিয়ে বিক্ষোভকারীদের সন্দেহ রয়েছে।

গত সপ্তাহে দেশটির রাজধানী নেইপিদোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুঁড়লে মিওয়ে থেওয়ে থেওয়ে খাইংয়ে নামের এক তরুণীর মাথায় গুলি লাগে। পরে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর