thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইউএনও কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে খুন

২০২১ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৮:১৪
ইউএনও কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে খুন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউএনও কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সমর বিজয় চাকমা। তিনি রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।

বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, দুপুরে তিনজন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে। কিছু বুঝে ওঠার আগেই সমর বিজয়কে লক্ষ্য করে গুঁলি ছুড়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর