thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঋণ পরিশোধে আরও ৬ মাস পেলেন শিল্প মালিকরা

২০২১ ফেব্রুয়ারি ২৫ ২১:২৬:০৩
ঋণ পরিশোধে আরও ৬ মাস পেলেন শিল্প মালিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রমিকদের জন্য নেওয়া ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ শোধে আরও ৬ মাস সময় পেলেন শিল্প মালিকেরা।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ঋণের কিস্তি পরিশোধের সময় আরও ৬ মাস বাড়ানো হয়েছে। শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের বেতন বাবদ সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে মালিকেরা ওই ঋণ সুবিধা পেয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মার্চ হতে ঋণগ্রহীতারা আরও ৬ মাস গ্রেস পিরিয়ড প্রাপ্য হবেন।’ সময় বাড়ানোর কারণে আগামী সেপ্টেম্বর থেকে প্রথম কিস্তির সময় শুরু হবে। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি পর্যন্ত ছিল গ্রেস পিরিয়ড। তবে প্রতি মাসে এক কিস্তি হিসেবে ১৮ কিস্তিতে ঋণ পরিশোধের সিদ্ধান্ত বহাল আছে।

জানা গেছে, এসব প্রতিষ্ঠানকে প্রথম দফায় দুই শতাংশ সার্ভিস চার্জে ৫ হাজার কোটি টাকা ও চার শতাংশ সুদে ৫ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। সরকার দুই শতাংশ সার্ভিস চার্জ ও ব্যাংকগুলোকে দেওয়া ঋণ বাবদ চার দশমিক ৫ শতাংশ সুদ বাজেট থেকে ভর্তুকি দেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর