thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বেনাপোল দিয়ে পালিয়েছেন পিকে হালদার

২০২১ মার্চ ০১ ২১:৫৭:৫৭
বেনাপোল দিয়ে পালিয়েছেন পিকে হালদার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথে দেশত্যাগ করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।

সোমবার ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে এ তথ্য জানিয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী ১৫ মার্চ এ বিষয়ে শুনানি হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিকে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল ৩টা ৪৭ মিনিটে দেশত্যাগ করেন। দেশত্যাগের সময় তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছেন।

এর আগে, পিকে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে ১৫ ফেব্রুয়ারি প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কীভাবে পালিয়ে যান তা আদালত জানতে চান। একই সঙ্গে পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন, সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিল করতে বলেন আদালত।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর