thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

টিকা নিলেন ফেরদৌস ওয়াহিদ

২০২১ মার্চ ০৩ ১২:০৯:০৪
টিকা নিলেন ফেরদৌস ওয়াহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিয়েছেন। এবার টিকা নিলেন নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) গিয়ে টিকা নেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ টিকা গ্রহণের পর কয়েকদিন কেটে গেছে। শারীরিক অবস্থা জানিয়ে এই শিল্পী বলেন—‘আমি কোনোরকম সমস্যা অনুভব করছি না।’

গত আগস্টের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন ফেরদৌস ওয়াহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। ৬৭ বছর বয়েসি এই সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

রবীন্দ্রসংগীতের তালিম নেওয়ার মধ্য দিয়ে গানের যাত্রা শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। পরবর্তীতে লোকসংগীতের তালিম নেন আব্দুল আলিমের কাছে। ক্লাসিক্যাল গানের তালিম নেন ওস্তাদ ফজলুল হকের কাছে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই সংগীতশিল্পী।

গান গাওয়ার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন ফেরদৌস ওয়াহিদ। ‘আসামী হাজির’ চলচ্চিত্রে প্রথম প্লেব‌্যাক করেন ফেরদৌস ওয়াহিদ। এটি পরিচালনা করেন দেওয়ান নজরুল। ফেরদৌস ওয়াহিদের গাওয়া চলচ্চিত্রের উল্লেখযোগ‌্য গান হলো— ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’ প্রভৃতি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর