thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নন-এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০২১ মার্চ ০২ ১৮:৫৫:৫৪
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নন-এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এ নন এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।

ভার্চুয়াল সভায় উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহ্মুদুর রহমান, আবেদ আহমেদ খান, আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের, মো. মঞ্জুরুল আলম, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীগণ এবং ৮৯টি নন এডি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে আমদানি-রপ্তানির টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাহকদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর