thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

মশা নিধনে ডিএনসিসির ক্রাশ প্রোগ্রাম শুরু

২০২১ মার্চ ০৮ ১৩:৩৪:৩৭
মশা নিধনে ডিএনসিসির ক্রাশ প্রোগ্রাম শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর মিরপুরে কালশি এলাকার সাগুফতা খাল থেকে মশা নিধন কার্যক্রম শুরু করে ডিএনসিসি। ১২শ কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে এ ক্রাশ প্রোগ্রাম ।

সকালে ডিএনসিসির সব কর্মকর্তা, মশক নিধনকর্মী, মশক নিধন সম্পর্কিত সব যন্ত্রপাতি, পরিচ্ছন্নতাকর্মী ডিএনসিসির মিরপুর-২ অঞ্চলে নিয়ে যাওয়া হয়।

এর পর উত্তরের মেয়রের উপস্থিতিতে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়। উত্তর সিটি ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে।

১৬ মার্চ প্রথম দফা ক্রাশ প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক দিন বিরতি দিয়ে আবার ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। পুরো রাজধানীকে ১০ টি অঞ্চলে ভাগ করা হয়েছে।

প্রত্যেকটি ওয়ার্ডকে চারশ বাই চারশ গজ ম্যাপিং করে এ কার্যক্রম চলবে। এর পরের দিন মিরপুর-১০ অঞ্চলে অভিযান পরিচালিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর