thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

১৮ মার্চ দেশ ছাড়ছে জামাল ভূঁইয়ারা

২০২১ মার্চ ১২ ১৫:৪০:১১
১৮ মার্চ দেশ ছাড়ছে জামাল ভূঁইয়ারা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য গত শনিবার থেকেই ক্যাম্প শুরু করছে জাতীয় ফুটবল দল। ১৮ মার্চ কাঠমাণ্ডুর বিমান ধরার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করবেন সাদ-বিপলুরা। জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ছাড়ছে ১৮ মার্চেই। সে ক্ষেত্রে তিনি ঢাকা হয়ে নেপাল যাবেন নাকি কলকাতা থেকেই, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

মার্চের এই ফিফা উইন্ডোতে জামালকে পেতে আগেই কলকাতার ক্লাবটিকে চিঠি দিয়ে রেখেছিল বাফুফে। পরশুই কলকাতা মোহামেডান থেকে নিশ্চিত করা হয়েছে যে নেপালে প্রথম ম্যাচের চার দিন আগে তারা বাংলাদেশ অধিনায়ককে ছাড়ছে। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে নেপালে তিন দলের লিগ পর্বে খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। কার খেলা কবে, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। লিগের শীর্ষ দুই দল ২৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর