thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার টিকিট পেলেন নয়ন

২০২১ মার্চ ১৩ ১৯:৩৭:৫০
লক্ষ্মীপুর-২ আসনে নৌকার টিকিট পেলেন নয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের দণ্ড হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় আসনটি শূন্য হয়। এই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়। এ আসনে ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি পাপুলের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়, কুয়েতে ফৌজদারি আদালত থেকে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত অপরাধে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নয়। সে কারণে সংবিধানের ৬৭(১)(ঘ) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে আসনটি (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য ঘোষণা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর