thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষে বর্ণিল রাজধানী

২০২১ মার্চ ১৭ ০৮:২৫:৩৭
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষে বর্ণিল রাজধানী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী।

মিলে গেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী। তাই বাড়তি উদযাপনের আয়োজন। রাজধানীজুড়ে তাই কত কত আয়োজন। রাজধানী ঢাকার রাস্তার দু'পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাহারি আলোক সজ্জা। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেখানে প্রাধান্য পেয়েছে জাতীয় পতাকার রং।

লাল-সবুজ রংয়ের আলোকচ্ছটায় রঙিন হয়ে ওঠে সংসদ ভবন, সচিবালয়সহ সরকারি-বেসরকারি ভবগুলো। ডিজিটাল ডিসপ্লে ও আলোকবাতিতেও র্মূত হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের গৌরবজ্জল ইতিহাস। স্বাধীনতার মাস জুড়েই বর্ণিল আলোতে রঙিন হয়ে থাকবে রাজধানী।

সাভারে স্মৃতিসৌধ সাজানো হয়েছে বর্ণিল সাজে। যেখানে লাল-সবুজের আলোকছটায় ফুটে উঠেছে স্বাধীনতার কাব্যগাঁথা।

সন্ধ্যার পরই বদলে যায় রাজধানীর রং। আলোক সজ্জার নান্দনিকতায়। মূর্ত করা হয়ে পিতার প্রতিচ্ছবি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর