thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

এবারই প্রথম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ৫ দেশের রাষ্ট্র প্রধান

২০২১ মার্চ ১৭ ০৮:২৬:৪২
এবারই প্রথম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ৫ দেশের রাষ্ট্র প্রধান

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে এবারই প্রথম সাভার জাতীয় স্মৃতিসৌধে পাঁচটি দেশের রাষ্ট্র প্রধানদের শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

সার্বিক নিরাপত্তাসহ বাহারি ফুলে সেজেছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গন। পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করেছে গণপূর্ত বিভাগ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি টানানোসহ শোভাবর্ধনের কাজ চলছে জোরেশোরে।

আগামীকাল মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। ১৯শে মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ২২শে মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ২৪শে মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সবশেষ ২৬শে মার্চ এই আনুষ্ঠানিকতা শেষ হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপ্রধানসহ দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে।

সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতির কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। ২৬শে মার্চ দুপুরের পর থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর