thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ

২০২১ মার্চ ১৮ ১১:৪৬:২৬
মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষভে সহিংসতার জেরে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে জাতিসংঘ। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের নানা অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্তকারী দল। এ ছাড়া মিয়ানমারের নাগরিকদেরও সামরিক জান্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করতে দেশটির নাগরিকদের অনুরোধ করেছে জাতিসংঘের তদন্তকারী দল।

তদন্তকারীদের প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, সামরিক জান্তার ঊর্ধ্বতন নেতারা সরাসরি জড়িত না থাকলেও তারা সহিংসতার নির্দেশ দিয়েছেন। এ সংশ্লিষ্ট প্রতিবেদন, নির্দেশনা এবং তাদের প্রণীত নীতিমালার প্রমাণ সুরক্ষিত বিভিন্ন মেসেজিং ও ইমেইল অ্যাপের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেছেন জাতিসংঘের তদন্তকারী দলের প্রধান।

এদিকে সামরিক জান্তার নিয়োগ করা বৌদ্ধ ভিক্ষুদের সংস্থা স্টেট সংঘ মহানায়ক কমিটি বিক্ষোভে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়। এ ছাড়া নাগরিকদের ধরপাকড়ের নিন্দাও জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর