thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা অর্জনের যোদ্ধা : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

২০২১ মার্চ ১৯ ২০:০৩:৩২
বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা অর্জনের যোদ্ধা : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বঙ্গবন্ধু দেশের মানুষের স্বাধীনতা অর্জনের একজন যোদ্ধা ছিলেন এবং তাকে সেভাবেই স্মরণ করে রাশিয়া। শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি দেয়ার মাত্র দুই মাসের মধ্যে ১৯৭২ সালের মার্চে মস্কো সফর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় উভয় দেশের প্রতি শ্রদ্ধাবোধ থেকে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।

তিনি বলেন, বাংলাদেশকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য সব সময়ই রাজনৈতিক সমর্থন দিয়েছে রাশিয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে সোভিয়েত নেভির একটি দল পাঠানো হয়েছিল। রাশিয়ার এই সমর্থনকে মনে করেছে বাংলাদেশ, এটি নিশ্চয় প্রশংসার দাবিদার।

তিনি বাংলাদেশের উন্নয়নের বিষয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক উন্নতি লাভ করেছে। এছাড়াও বলেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে কাজ করছে বাংলাদেশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে সভাপতির বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর