thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

টিকা নিয়ে দেশে ৯০০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

২০২১ মার্চ ২০ ২০:১৭:৪০
টিকা নিয়ে দেশে ৯০০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে মাত্র তিন জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯০০ জনের।

এদিকে, টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন। আজ শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৭৭ জন এবং নারী ৩২ হাজার ৯২৩ জন।

বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ১৯ হাজার ৪৩২ জন। ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৫৬৬ ঐজন, খুলনা বিভাগে ৭ হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩৪১ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ২৯৪ জন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর