thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

এক শটে তাদের বাংলার বাইরে ফেলব: মমতা

২০২১ মার্চ ২২ ০৭:৪০:৫১
এক শটে তাদের বাংলার বাইরে ফেলব: মমতা

দ্য রিপোর্ট ডেস্ক: বিজেপিকে বাংলার বাইরে পাঠাতে একটি পা-ই যথেষ্ট বলে হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, চাইলে ‘এক শটে’ তাদের বাংলার বাইরে ফেলতে পারেন। রোবাবার পশ্চিমবঙ্গের উত্তর কাঁথির মারিসদায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, যারা ভাবছে, একটা পা তো ভাঙা, আরেকটা পায়ে কী করব? তাদের বলছি, এক পায়ে আমি এমন শট মারব না, যে একেবারে বোল্ড আউট হয়ে বাংলা থেকে বেরিয়ে যাবে।

প্রচারণায় বিজেপির বিরুদ্ধে মমতার লাগাতার আক্রমণ নিয়ে নির্বাচন কমিশনে গেছে বিজেপির প্রতিনিধিদল। রাজ্য বিজেপির মুখপাত্র শিশির বাজোরিয়া ও অর্জুন সিং ছিলেন প্রতিনিধিদলে। কমিশনের কাছে মমতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তারা বলেছেন, মমতা বিভিন্ন প্রচারসভায় কদর্য ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। এভাবে সুস্থ নির্বাচন চলতে পারে না। কমিশনের অবিলম্বে তাকে নোটিশ পাঠানো উচিত।

বস্তুত এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূলের। তাই প্রতিটি নির্বাচনী সভায় বিজেপিকে বহিরাগত ও দাঙ্গাবাজ জাতীয় নানা বিশেষণে আক্রমণও করছেন মমতা। এমনকি বিজেপির যাবতীয় ‘অত্যাচার’ থেকে বাঁচাতে তিনি একাই বাংলার গোলরক্ষক সে কথাও মমতা জানিয়েছেন বারবার।

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির নাম নিয়ে তিনি বলেন, শুনলাম আগেরদিন প্রধানমন্ত্রী বলেছেন, বাঙালিদের ডিএনএ পরীক্ষা করবেন। এত বড় অপমানজনক কথা তো আগে কেউ বলতে পারেনি।

মমতা বলেন, তুমি ডিএনএ টেস্ট করবে? তোমার এত বড় সাহস? এসো ডিএনএ টেস্ট করতে। তোমাকে ভালো করে দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দেব।

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর