thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

অস্ট্রেলিয়ায় বন্যায় হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে

২০২১ মার্চ ২২ ১৮:০৬:৩৭
অস্ট্রেলিয়ায় বন্যায় হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, রাজ্যটির বিভিন্ন অংশ থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে এনএসডব্লিউর রাজধানী সিডনির আশপাশে ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূবাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে। বিবিসি।

‘৫০ বছরের মধ্যে একবার ঘটা’ এ বন্যা সারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে কর্মকর্তারা লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এনএসডব্লিউর মধ্যউত্তর উপকূল থেকে ১৫ হাজার লোক এবং সিডনি থেকে আরও তিন হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

যারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ‘এটি আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়,’সোমবার সিডনি রেডিও স্টেশন টুজিবিতে বলেন তিনি।

অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক তৃতীয়াংশের বসবাস যে এলাকাগুলোতে সেখানেই বন্যা দেখা দিয়েছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনএসডব্লিউর প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানিয়েছেন, যে এলাকাগুলো ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে’ তার অনেকগুলো গত গ্রীষ্মে দাবানল ও খরার কবলে পড়েছিল। ‘রাজ্যের ইতিহাসে আর কখনো মহামারীর মাঝে পরপর এ রকম চরম আবহাওয়া পরিস্থিতি ছিল কিনা তা জানিনা আমি,’ বলেছেন তিনি।

জরুরি বিভাগগুলো অন্তত ৫০০ উদ্ধার তৎপরতা চালিয়েছে, এগুলোর মধ্যে গাড়িতে আটকা পড়া লোকজনও ছিল। বন্যাকবলিত একটি বাড়ি থেকে হেলিকপ্টারযোগে একটি পরিবারকেও উদ্ধার করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষগুলো সিডনির উত্তর ও পশ্চিমের, এনএসডব্লিউর কেন্দ্রীয় উপকূল এবং হকসবারি উপত্যকার নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিয়ে বেশি উদ্বিগ্নবোধ করছিল বলে বিবিসি জানিয়েছে।

উল্লেখ্য, উপচে পড়া নদীর পানিতে রাস্তা ও সেতু ডুবে গেছে। এ কারণে সোমবার বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় ১৫০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর