thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বঙ্গবন্ধুর স্বপ্ন ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে দিশা দিয়েছে: টুইটে মোদী

২০২১ মার্চ ২৩ ১৩:১৭:০২
বঙ্গবন্ধুর স্বপ্ন ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে দিশা দিয়েছে: টুইটে মোদী

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে দিশা দিয়ে চলেছে। আগেরবার বাংলাদেশ সফরকালে তার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করার সৌভাগ্য হয়েছিল আমার এবং মুজিববর্ষ উদযাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তাকে আবারও শ্রদ্ধা জানাবো।

সোমবার (২২ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

এদিকে ভারত সরকার জানিয়েছে, ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের অর্থ হিসেবে ১ কোটি টাকা, একটি ফলক, একটি মানপত্র এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী দেওয়া হয়।

এই পুরস্কারের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মানবাধিকার ও স্বাধীনতার পথিকৃৎ। ভারতীয়দের কাছেও তিনি একজন নায়ক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ এবং অনুপ্রেরণা উভয় দেশের ঐতিহ্যকে আরও গভীরভাবে যুক্ত করে রেখেছে। তিনি যে পথ দেখিয়েছেন তা উভয় দেশের অগ্রগতি এবং সমৃদ্ধির পক্ষে শক্তিশালী হয়ে উঠবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর