thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বিশ্বে প্রথম করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

২০২১ মার্চ ২৩ ১৭:১৭:০৫
বিশ্বে প্রথম করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। কোভিড-১৯ এর অ্যান্টিবডি নিয়ে জন্ম নেওয়া বিশ্বে প্রথম শিশু সে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষক দলের সদস্য ড. পল গিলবার্ট ও ড. চাদ রাডনিক জানান, ওই মা সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী। জানুয়ারিতে গর্ভকালের ৩৬ সপ্তাহে তিনি মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছিলেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী টিকা নেওয়ার তিন সপ্তাহ পর ‘সবল, স্বাস্থ্যবান’ কন্যাশিশুর জন্ম দিয়েছেন। প্রসবকালে শিশুর নাড়ি থেকে সংগৃহীত রক্তে অ্যান্টিবডি পাওয়া গেছে।

ইতোমধ্যে জানা গেছে, গর্ভকালে যেসব নারী টিটিনাস, ডিপথেরিয়া ও ফুপিংকাশির টিকা নিয়ে থাকেন, তাদের দেহ থেকে অ্যান্টিবডি নবজাতকের দেহও পায়।

তাই ড. পল গিলবার্ট ও ড. চাদ রাডনিক প্রতিবেদনে বলেছেন, ‘সুতরাং, প্রসূতিকে টিকা দেওয়া হলে দিয়ে সার্স-কোভ -২ থেকে সুরক্ষা এবং সংক্রমণের ঝুঁকি হ্রাসের সম্ভাবনা রয়েছে।

অবশ্য তারা জানিয়েছেন, এরপরও গর্ভকালে করোনার টিকা গ্রহণের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ে আরও গবেষণার প্রয়োজন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর